ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

পাকিস্তানে ভারতীয় বন্দি সরবজিতকে  হত্যাকারী সরফরাজ আহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:০৪ পিএম

পাকিস্তানে ভারতীয় বন্দি সরবজিতকে  হত্যাকারী সরফরাজ আহত

পাকিস্তানে ভারতীয় বন্দি সরবজিতকে  হত্যাকারী সরফরাজ আহত

২০১৩ সালে লাহোরের জেলে ভারতীয় কয়েদি সরবজিৎ সিংহকে হত্যার দায়ে অভিযুক্ত আমির সরফরাজ রোববার বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, হামলায় সরফরাজ নিহত হয়েছে, তবে লাহোরের পুলিশ কর্মকর্তা জানান, গুলিতে  সরফরাজ গুরুতর আহত হয়েছেন। 

মটরসাইকেল করে দুইজন এসে তার বাড়িতে ঢুকে গুলি করে বলে তার ভাই পুলিশকে জানিয়েছেন। 

১৯৯০ সালে পাকিস্তানের লাহোর এবং ফয়সালাবাদে পর পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই বিস্ফোরণের ঘটনায় সরবজিতের নাম জড়িয়ে যায়। শুধু তা-ই নয়, সরবজিতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগও এনেছিল পাকিস্তান সরকার। তবে সরবজিতের পরিবার বার বার দাবি করেছে, তাদের ছেলে কোনও ভাবেই কোনও অপরাধের সঙ্গে যুক্ত নয়।