ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

মোস্তাফিজ চলে গেলে আমরা খুব কষ্ট পাবো: মাইক হাসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৪ পিএম

মোস্তাফিজ চলে গেলে আমরা খুব কষ্ট পাবো: মাইক হাসি

মোস্তাফিজ চলে গেলে আমরা খুব কষ্ট পাবো: মাইক হাসি

আইপিএলের চলমান আসরে দারুণ বোলিং করছেন বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমান। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় তিনি আছেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আর তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন কাটার মাস্টার। এর মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) ঘরের মাঠে লক্ষণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

এই ম্যাচের আগে মোস্তাফিজকে ভূয়সী প্রংশসা করেছেন চেন্নাইর কোচ মাইক হাসি। পাশাপাশি তিনি জানিয়েছেন, মোস্তাফিজ চলে গেলে আমরা খুব কষ্ট পাবো।

মাইক হাসি বলেন, মোস্তাফিজুর রহমান অসাধারণ স্লো বল করতে পারে। আর সেই বল খেলা খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। আসলে সে যখন বাংলাদেশে ফিরে যাবে তখন আমরা খুব কষ্ট পাবো। তবে তাকে অবশ্যই যেতে হবে। কারণ তার দেশ তাকে ডেকে পাঠিয়েছে। আমরা তাকে যতোদিন সম্ভব রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সে যে পারফরম্যান্স করেছে তাতে আমরা খুশি। -রাইজিং বিডি

আইপিএলের এবারের আসরের ৩৯তম ও নিজেদের অষ্টম ম্যাচে রাত ৮টায় লক্ষণৌর মুখোমুখি হবে চেন্নাই। ৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই আছে টেবিলের চতুর্থ স্থানে। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লক্ষণৌ আছে পঞ্চম স্থানে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি