এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ জুন, ২০২২, ০৪:০৬ পিএম
ইংলিশ ক্রিকেটার ব্রডের পানশালায় আগুন
ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালে বড় রকমের দুঃসংবাদ পান ইংল্যান্ডে তারকা পেস বোলার স্টুয়ার্ট ব্রড। এই পেসারের মালিকাধীন একটি পানশালায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নটিংহ্যামের সাবেক পেসার হ্যারি গার্নির সঙ্গে শেয়ারে ট্যাপ অ্যান্ড রান নামে এই পানশালাটি প্রতিষ্ঠা করেন স্টুয়ার্ড ব্রড। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টা ২২ মিনিটে পানশালাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। পানশালাটির দ্বিতীয় তলা ও ছাদ আগুনে বেশি ক্ষতিগ্রস্থ হয়। আগুন লাগলেও সেখানের সবাই অক্ষত থাকেন। পাশাপাশি সেখানের সাধারণ জনগন আগুন নেভাতে সাহায্য করায় তাদের ধন্যবাদ জানান ব্রড-গার্নি। খুব দ্রুতই পানশালাটি আবারো খোলা হবে বলে ক্রেতাদের আশ্বাদ দেন ব্রড ও গার্নি।
নিজেদের দেওয়া একটি বিবৃতিতে ব্রড ও গার্নি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ১১ জুন ভোরের দিকে আমাদের ট্যাপ অ্যান্ড রানে ভয়াবহ আগুন লেগেছে। তাই সামনের দিনগুলোতে কোনো কেনাবেচা হবে না।
আগুন নেভাতে নিরলশভাবে কাজ করেন নটিংহামশায়ার ও লেস্টারশায়ারের আটটি ইউনিট। নটিংহামশায়ারের আগুন ও উদ্ধার বিভাগের স্টেশন ম্যানেজার জোনাথন উইলসন বলেছেন, আমরা সবাই এই ভবনের সামনে একত্র হয়েছি। এখানে আমাদের আটটি ইউনিট এসেছে। সাহায্য করার জন্য এয়ার ল্যাডার প্ল্যাটফর্মও ছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ভবনটি বেশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।