ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

দ. সুদানে ৭১ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখে: জাতিসংঘ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৭:০৫ পিএম

দ. সুদানে ৭১ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখে: জাতিসংঘ

দ. সুদানে ৭১ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখে: জাতিসংঘ

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান (ওসিএইচএ) বিষয়ক দপ্তরের এক বিবৃতিতে আরও বলা হয়, এদের মধ্যে ৭৯ হাজার মানুষ খাদ্য নিরাপত্তার বিপর্যয়কর পর্যায়ের (আইপিসি ফেজ-৫) ঝুঁকিতে রয়েছে। 

এদের অধিকাংশকে জলবায়ু পরিবর্তনের এবং দেশটির অর্থনৈতিক সংকট ও সংঘাতের কারণে এমন দুরাবস্থার মধ্যে পড়তে হচ্ছে। 

২০১১ সালে স্বাধীনতা পাওয়ার প্রায় ১৩ বছর পর বিশ্বের সবচেয়ে কম বয়সী এ দেশ চরম অস্থিরতা ও সহিংসতার মুখে পড়েছে।

দক্ষিণ সুদানের মোট ৯০ লাখ মানুষের মানবিক সাহায্য প্রয়োজন।
ওসিএইচএ জানায়, ২০২৩ সালের এপ্রিলে লড়াই শুরু হওয়ার পর থেকে উত্তর সুদান থেকে কমপক্ষে ৬৭০,০০০ মানুষ দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। এদের মধ্যে প্রায় ৮০ শতাংশ দক্ষিণ সুদানী যারা আগে সুদানে আশ্রয় নিয়েছিল।

চলতি বছর সুদানের জন্য জাতিসংঘের ১.৮ বিলিয়ন ডলারের মানবিক সাহায্য পরিকল্পনার এ পর্যন্ত মাত্র ১১ শতাংশ অর্থায়ন করা হয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি