ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

বুন্দেসলিগায় প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থাকার রেকর্ড লেভারকুসেনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ০২:০৫ পিএম

বুন্দেসলিগায় প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থাকার রেকর্ড লেভারকুসেনের

বুন্দেসলিগায় প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থাকার রেকর্ড লেভারকুসেনের

 জার্মান বুন্দেসলিগায় প্রথম ক্লাব হিসেবে টানা ৫১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বায়ার লেভারকুসেন। শুধু নিজেদের দেশের লিগ নয়, ইউরোপীয় ফুটবলেও এই রেকর্ড তাদের। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে কোনো দল এক মৌসুমে টানা এতগুলো ম্যাচে অপরাজিত থাকতে পারেনি।

শনিবার (১৮ মে) রাতে লিগের সর্বশেষ ম্যাচে আউগসবুর্গকে ১-০ ব্যবধানে হারিয়েছে শাবি আলোনসোর দল। এর আগে এই রেকর্ডটি অবশ্য তাদেরই ছিল। মৌসুমের ৪৯ ম্যাচ অপরাজিত থাকতেই ইউরোপীয় ক্লাব ফুটবলে নতুন ইতিহাস গড়েছিল বুন্দেসলিগার ক্লাবটি।

তার আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ টানা অপরাজিত থাকার রেকর্ড ছিল পর্তুগিজ ক্লাব বেনফিকার। ১৯৬৩-৬৫ মৌসুমে ৪৮ ম্যাচে অপরাজিত থেকেছিল তারা।

চলতি মৌসুমে আরো আগে বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলেছে লেভারকুসেন। এবার তাদের সামনে আছে ট্রেবল জয়ের সুযোগ। আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে আটলান্টার বিরুদ্ধে মাঠে নামবে লেভারকুসেন। 

এছাড়া আগামী ২৫ মে জার্মান কাপের ফাইনালে কাইজারলটার্নের বিপক্ষে মাঠে নামবে লেভারকুসেন। এই দুই শিরোপা জিততে পারলেই ট্রেবল নিশ্চিত হবে তাদের।
বুন্দেসলিগার ৩৪ ম্যাচের ২৮টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। আর বাকি ৬ ম্যাচে ড্র করেছে তারা। ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই মৌসুম শেষ করেছে লেভারকুসেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি