এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ জুন, ২০২২, ০২:০৬ পিএম
নবীর নিন্দা: বিদেশি বিক্ষোভকারীদের তাড়িয়ে দেবে কুয়েত
বিজেপির দুই মুখপাত্রের বিরুদ্ধে ইসলামের নবী মহম্মদের অবমাননার (Prophet Row) অভিযোগ ওঠার পর বিশ্বের যে গোটা কুড়ি দেশ ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে কুয়েত (Kuwait) তার অন্যতম। বিজেপির মুখপাত্রদের মন্তব্য অনভিপ্রেত বলে বিবৃতি দেয় দেশটি।
কিন্তু ওই ইস্যুতে সে দেশে যারা বিক্ষোভ আন্দোলন করেছে, তাদেরও ক্ষমা করবে না সে দেশের প্রশাসন। তাদের খুঁজে বের করে সাজা দেবে কুয়েত সরকার।
কুয়েত প্রশাসনকে উদ্ধৃত করে আরব দুনিয়ার দুটি সংবাদপত্র জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে যারা বিদেশি তাদের সেই দেশ থেকে বিতাড়িত করা হবে।
কুয়েত প্রশাসনের বক্তব্য, ওই দেশের আইন অনুযায়ী এই ধরনের বিক্ষোভ আন্দোলন নিষিদ্ধ। কুয়েতের গোয়েন্দারা ভিডিও ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।
সূত্রের খবর, বিদেশি বিক্ষোভকারীদের বেশিরভাগই ভারতীয়, বাংলাদেশি এবং পাকিস্তানি। কুয়েতি আইনে অপরাধী সাব্যস্ত হলে দেশে ফেরার পরও নিজের দেশেও সাজার মুখে পড়তে হতে পারে তাদের। আন্তজার্তিক আইন অনুযায়ী সেই পদক্ষেপই করার কথা সংশ্লিষ্ট দেশের।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে