ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে

আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে

বিশ্বের অন্যান্য দেশকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে এই তিন দেশ। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বুধবার বলেছেন, নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেছেন, ফিলিস্তিনকে যদি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না। যুদ্ধ হচ্ছে। হাজার হাজার মানুষ নিহত ও আহত হচ্ছে। এটার একমাত্র রাজনৈতিক সমাধান হলো - দুটি রাষ্ট্র যারা শান্তি ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে। 

তুরস্কের গণমাধ্যম আনাদুলু নরওয়ে সরকারের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নরওয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি ২৮ মে ২০২৪ মঙ্গলবার থেকে কার্যকর হবে।’
ইসরায়েলি প্রকাশনা হারেৎজের রাজনৈতিক কলামিস্ট আকিভা এলদার আল জাজিরাকে বলেছেন - নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ‘নেতানিয়াহু এবং ইসরায়েলি নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) দর্শনের বিরুদ্ধে যায়।’ বিশেষ করে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ইসরায়েল মেনে নেবে না। 

আকিভা এলদার বলেছেন, ‘মাত্র কয়েক মাস আগে, নেসেটের সংখ্যাগরিষ্ঠ অংশ ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরুদ্ধে একটি খুব অদ্ভুত প্রস্তাব পাস করেছে।’ এলদার মনে করেন, নেতানিয়াহু এই স্বীকৃতি ‘ইহুদি বিরোধীতা, ভিকটিকহুড’ হিসাবে দেখবেন এবং তার বর্ণনায় এটি ব্যবহার করবেন ‘বিশ্ব আমাদের বিরুদ্ধে’।
ফিলিস্তিনি রাজনীতিবিদ মুস্তাফা বারঘৌতি আল-জাজিরাকে বলেছেন, আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে দ্বারা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি একটি ‘শক্তিশালী রাজনৈতিক এবং প্রতীকীভাবে-গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ যা ফিলিস্তিনি জনগণের জন্য ‘স্বাধীনতা ও ন্যায়বিচার’ অর্জনকে আরও কাছাকাছি নিয়ে গেছে।

বারঘৌতি বলেন, ‘এটি ফিলিস্তিনি জনগণের অধিকার নির্ধারণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ - আমাদের জনগণ ও আত্মনিয়ন্ত্রণের জন্য।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি