ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

রাইসি ছাড়া ইরানি জনগণ ‘ভালো’ আছে: ব্লিঙ্কেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ মে, ২০২৪, ০৯:০৫ পিএম

রাইসি ছাড়া ইরানি জনগণ ‘ভালো’ আছে: ব্লিঙ্কেন

রাইসি ছাড়া ইরানি জনগণ ‘ভালো’ আছে: ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন যে এটি ভাল যে প্রয়াত ইরানি নেতা আর ‘ভয়াবহ কাজ’ করতে পারবেন না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ওয়াশিংটনের পক্ষ থেকে শোক প্রকাশ করার জন্য ব্লিঙ্কেন তার বিভাগকে রক্ষা করতে বাধ্য হয়েছেন। 

সোমবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর রাইসি এবং অন্যান্য ইরানী কর্মকর্তাদের মৃত্যুর জন্য তার ‘সরকারি শোক’ প্রকাশ করেছে। 

মঙ্গলবার একটি সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির শুনানির সময়, ব্লিঙ্কেনের এই বিবৃতির প্রেক্ষিতে সিনেটর জন বারাসো দাবি করেন যে এটি ‘বিস্ময়কর’ যে মার্কিন প্রশাসন ‘মুক্ত বিশ্বের শপথকৃত শত্রু’ মৃত্যুর জন্যে শোক করবে।

ব্লিঙ্কেন বলেন, রাইসির মৃত্যুতে আমরা সরকারিভাবে শোক প্রকাশ করেছি। কিন্তুমিঃ রাইসি বহু বছর ধরে তার নিজের লোকদের দমন সহ নিন্দনীয় আচরণে নিযুক্ত ছিলেন। সিনেটর টেড ক্রুজ ব্লিঙ্কেনের কাছে জানতে চান তিনি বিশ্বাস করেন কিনা ‘রাইসি মারা যাওয়ায় বিশ্ব আজ ভাল।’

জবাবে ব্লিঙ্কেন বলেন, হ্যাঁ, ইরানের জনগণ সম্ভবত ভাল আছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি