ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি, একজন শ্রীনগরের ব্যাঙ্ক ম্যানেজারের খুনি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি, একজন শ্রীনগরের ব্যাঙ্ক ম্যানেজারের খুনি

কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি, একজন শ্রীনগরের ব্যাঙ্ক ম্যানেজারের খুনি

 জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই জঙ্গি (Kashmir)। নিহতদের একজন, জান মহম্মদ লোন স্থানীয় ব্যাঙ্কের ম্যানেজার বিজয় কুমারের খুনি বলে পুলিশ জানিয়েছে। গত ২ জুন খুন হন ওই ব্যাঙ্ক ম্যানেজার।

পুলিশ জানিয়েছে গতকাল গভীর রাতে তারা খবর পায় সফিয়ানের কুঞ্জললাম গ্রামে আত্মগোপন করেছে দুই জঙ্গি (Terrorists)। পুলিশ, সেনা এবং আধাসেনার যৌথ টিম এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীর অস্তিত্ব টের পেয়ে জঙ্গিরা একটা সময় প্রতিরোধ গড়ে তুলতে গুলি ছুড়তে শুরু করে। রাতভর গুলির লড়াই শেষে ভোররাতে নিরাপত্তা বাহিনী একেবারে নির্দিষ্ট করে দুই জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, গত ২ জুন শ্রীনগরে খুন হন রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার। তিনি ঘটনার চার দিন আগে শ্রীনগরের একটি ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে থাকা স্থানীয় ওই ব্যাঙ্কটি বেশ কিছুদিন বন্ধ থাকার পর খুলেছিল এবং স্বাভাবিক কাজকর্ম চালু হয়েছিল।

ম্যানেজার খুন হওয়ার পরই নিরাপত্তা বাহিনী জানতে পেরেছিল এই ঘটনার সঙ্গে স্থানীয় জঙ্গিদের যোগ রয়েছে। সেই থেকে তল্লাশি অভিযান চলছিল। অল্প দিনেই তারা সাফল্য অর্জন করতে পারল।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে