ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

বিস্মিত হওয়ার কিছু নেই: বন্ধের আদেশের পর ইসরায়েল হামলা আরও তীব্র করেছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

বিস্মিত হওয়ার কিছু নেই: বন্ধের আদেশের পর ইসরায়েল হামলা আরও তীব্র করেছে

বিস্মিত হওয়ার কিছু নেই: বন্ধের আদেশের পর ইসরায়েল হামলা আরও তীব্র করেছে

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে সময়ে রাফাহতে হামলা ও গণহত্যামূলক কর্মকান্ড বন্ধের আদেশ দেয় সে সময়েই ইসরায়েল হামলা আরও বাড়িয়ে দিয়েছে। এই নতুন নয়, এর আগেও এমনটি বার বার ঘটেছে। 

দেইর আল-বালাহ থেকে হানি হামিদ বলেন, যখনই কোন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রস্তাব গ্রহণ, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের সময় ইসরায়েল সরকার ও রণক্ষেত্রে মোতায়েন তার সামরিক বাহিনী প্রকাশ্যে তা উপেক্ষা ও অমান্য করেছে, হামলা তীব্রতর করেছে।

ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেইর আল বালাহ’র শাবুরা শরণার্থী ক্যাম্পসহ কুয়েতি হাসপাতালে হামলার খবর পাই। শিবিরটিতে রাতভর অবিরাম হামলা করা হয়।

শনিবার ভোরে শিবিরটির আশপাশে আরও গোলাবর্ষণ করা হয়। এতে লোকেরা আবারও বাস্তুচ্যূত হতে বাধ্য হয়। হাসপাতাল থেকে হামলাস্থলে অ্যাম্বুলেন্স পাঠাতেও দেওয়া হয়নি। 

কুয়েতি হাসপাতালের প্রধান সড়কটির মুখে ইসরায়েলি সেনারা অবস্থান নেওয়ায় উত্তর গাজার একমাত্র হাসপাতালটির চিকিৎসা সেবাও বন্ধ হয়ে গেল।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি