ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

সোশ্যাল মিডিয়ার কর্তারা ‘সবচেয়ে বড় একনায়ক’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ০২:০৫ পিএম

সোশ্যাল মিডিয়ার কর্তারা ‘সবচেয়ে বড় একনায়ক’

সোশ্যাল মিডিয়ার কর্তারা ‘সবচেয়ে বড় একনায়ক’

পাউইসের হে সাহিত্য উৎসবে বক্তৃতায় সাংবাদিক মারিয়া রেসা মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের কড়া সমালোচনা করেছেন। 

নোবেল শান্তি পুরস্কার জয়ী লেখিকা মারিয়া রেসা বলেন, মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের মতো ‘টেক ব্রোস’ হলেন ‘সবচেয়ে বড় স্বৈরশাসক’। মারিয়া রেসা, মিডিয়ার স্বাধীনতা রক্ষার জন্য ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন। 

মারিয়া আমেরিকান-ফিলিপিনা সাংবাদিক যিনি ফিলিপাইনের তৎকালীন রাষ্ট্রপতি রদ্রিগো দুতের্তের প্রশাসনের সময় দায়ের করা অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বেশ কয়েক বছর জেলে কাটিয়েছেন। তিনি বলেন, দুতের্তে ‘মার্ক জুকারবার্গের তুলনায় অনেক ছোট স্বৈরশাসক, এবং এখন আমাকে এলন মাস্ককে নিক্ষেপ করতে দিন।’  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি