এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০৯:০৫ পিএম
বুসান জয়ের পর ‘বলী’ এবার সাংহাই উৎসবে
বুসান জয়ের পরে এবার এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেল ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘বলী’। সিনেমাটি আন্তর্জাতিক প্যানারোমা শাখায় নির্বাচিত হয়েছে।
বলী’ এর আগে ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জেতে। সেই সময় সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইকবাল হোসাইন চৌধুরীর ‘দ্য রেসলার’ ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।’
ইকবালের হাত ধরেই বাংলাদেশের সিনেমা প্রথমবার বুসান উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে। পুরস্কার পাওয়ার পরে এই পরিচালক এক সাক্ষাৎকার বলেন, ‘সমুদ্র খুব রহস্যময়, বিভ্রান্তিকর, খুবই রোমান্টিক; যা আমাকে খুব আকর্ষণ করে। এটা কখনো আনন্দ দেয়, কখনো ভীতিকর শৈশবে দেখা সাইক্লোনের ট্রমার মধ্যে নিয়ে যায়। আমার সিনেমার দিকে তাকালেই বুঝবেন, এটা খুবই কাল্পনিক কিন্তু এটির ভিত দাঁড়িয়ে আছে আমার জীবনের ওপর। যা অনেকটাই লোককথার মতো।’
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহপ্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি