ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

পাকিস্তান ক্রিকেট দলকে বাড়তি প্রেরণা দেওয়ার কিছুই নেই: কোচ কারস্টেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৭:০৬ পিএম

পাকিস্তান ক্রিকেট দলকে বাড়তি প্রেরণা দেওয়ার কিছুই নেই: কোচ কারস্টেন

পাকিস্তান ক্রিকেট দলকে বাড়তি প্রেরণা দেওয়ার কিছুই নেই: কোচ কারস্টেন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনাকাক্সিক্ষত পরাজয় হয়েছিলো পাকিস্তান ক্রিকেট দলের। যে কারণে সেরা আটে খেলার রাস্তাটা কঠিন হয়ে পড়লো বাবর আজমদের।

এবার তারা মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। তবে এ ম্যাচের আগে দলকে অনুপ্রাণিত করার কিছুই নেই বলে জানিয়েছেন পাকিস্তান কোচ গ্যারি কারস্টেন। তিনি বলেন, আমি ইতিহাস নিয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করি না। 

আমাদের নিশ্চিত করতে হবে, রোববারের ম্যাচে যেন আমরা সেরা ক্রিকেটটা খেলতে পারি এবং কীভাবে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারি। প্রতি ম্যাচকে ঘিরে এভাবেই পরিকল্পনা করি আমরা। তাই ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার ব্যাপারটি আমাদের ওপর নির্ভর করে। 

ভারত-পাকিস্তান লড়াইটি বড় ম্যাচ। দলকে অনুপ্রাণিত করতে আমার আর কিছুই করার প্রয়োজন নেই। তারা ভালোভাবেই অনুপ্রাণিত। দুই দিন আগে যা হয়েছে, সেটা ভুলে গিয়ে আমাদের সামনে এগোতে হবে। জীবনের সঙ্গে মানিয়ে চলার এটাই একমাত্র উপায়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি