ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

হামাসের সঙ্গে একতরফা জিম্মি চুক্তির কথা ভাবছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ০৩:০৬ পিএম

হামাসের সঙ্গে একতরফা জিম্মি চুক্তির কথা ভাবছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

হামাসের সঙ্গে একতরফা জিম্মি চুক্তির কথা ভাবছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

গাজায় হামাসের হাতে আটক মার্কিন জিম্মিদের মুক্ত করতে এমন চুক্তি করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। হামাসের হাতে ৫ মার্কিন জিম্মি আটক রয়েছে। এনবিসি এখবর জানায়। 
দুইজন বর্তমান ও দুই জন সাবেক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি জানায়, হামাসের সঙ্গে আলোচনার জন্য বাইডেন প্রশাসন কাতারকে ব্যবহার করার কথা ভাবছে। ইসরায়েলকে এর বাইরে রাখা হবে। 

প্রেসিডেন্ট জো বাইডেন তিন ধাপের গাজার যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করার এক সপ্তাহের বেশি পর হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পৃথক আলোচনার কথা জানা গেল।

তবে বাইডেনের প্রস্তাব স্থবির হয়ে পড়েছে। হামাস বলেছে, এতে যুদ্ধবন্ধের কোন গ্যারান্টি দেওয়া হয়নি। অন্যদিকে ইসরায়েল বলেছে, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে।

এনবিসি জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চুক্তি পুরোপুরি মেনে নিতে তার ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে একতরফা চুক্তির কথা চিন্তা করছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি