এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ০১:০৬ পিএম
দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানে আটকালো নেপাল
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানে আটকে দিয়েছে নেপাল। শনিবার সকালে কিংসটাউনে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান করেছে দক্ষিণ আফ্রিকা।
টস জয়ের পর দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেপাল। বল হাতে দিপেন্দ্র সিং আইরি ও কুশাল ভুরটেল অসাধারণ বোলিং করেছেন। তাদের বোলিং আক্রমণে দক্ষিণ আফ্রিকার বেশির ভাগই ব্যাটার অস্বস্তিতে ভুগেছে। ওপেনার রেজা হেনড্রিকস ছাড়া অন্য কোনো ব্যাটার ক্রিজে থিুত হতে পারেননি। নির্ধারিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রোটিয়া শিবিরে আতঙ্ক ছড়িয়েছে নেপাল। হেনড্রিকস ৪৩ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হারানো ৭ উইকেট কুশাল ভুরটেল ও দিপেন্দ্র সিং আইরি ভাগাভাগি করে নেন। ব্রুটাল ৪ উইকেট নেন। আইরির শিকার ৩ উইকেট। ভুরটেল মাত্র ১৯ রানে এই চার উইকেট পান। আইরির খরচ হয় ২১ রান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি