এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ জুন, ২০২৪, ০৯:০৬ পিএম
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ ও ভারত ম্যাচ প্রতিবারই বাড়তি উন্মদনা তৈরি করে। দুই দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরম্যান্স দেখিয়েছে। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াইয়ের দিক দিয়ে ভালো অবস্থায় রয়েছে ভারত।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে ছন্দে নেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। ফলে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা।
Close PlayerUnibots.com
শনিবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এ দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। সব মিলিয়ে ভারতের বিপক্ষে এই ফরম্যাটে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি