এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০২:০৬ পিএম
অস্ট্রেলিয়াকে ১৪৮ রানে টার্গেট আফগানিস্তানের
সেমিফাইনালে যেতে হলে জয় পেতে হবে। অন্যথায় এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাট হাতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে।
কিংসটাউনে গ্রুপ ওয়ানের এ ম্যাচটি বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ছয়টায় শুরু হয়েছে। ব্যাট হাতে নেমে আফগানিস্তানের শুরুটা ছিল দারুণ। বিশেষ করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান অসাধারণ ব্যাটিং করেছেন। প্রথম উইকেটে এবারের বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন তারা। ১১৮ রানের জুটি তাদের। ১৫.৫ ওভারে এই রান করেন।
এবারের বিশ্বকাপে প্রথম উইকেটে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গত ৩ জুন উগাণ্ডার বিপক্ষে তারা ১৫৪ রান করেছিলেন প্রথম উইকেটে।
আজ রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান-্ উ্ভয়েই হাফ সেঞ্চুরি করেছেন। গুরবাজ করেছেন ৬০ রান, জাদরানের সংগ্রহ ছিল ৫১ রান। গুরবাজ চারটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে তার ইনিংস সাজিয়েছেন। অন্যদিকে জাদরানের ইনিংসে আধাডজন বাউন্ডারিতে সমৃদ্ধ ছিল।
১৬তম ওভারে এই জুটি বিচ্ছিন্ন হওয়ার আফগানিস্তান রানের পথটা হারিয়ে ফেলে। পরে ব্যাটার ক্রিজে এসেছেন আর ফিরেছেন। ফলে চমৎকার সূচনার পরও আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে মাত্র ১৪৮।
অস্ট্রেলিয়ার সফল বোলার ছিলেন প্যাট কামিন্স। তিন উইকেট তার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি