এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ জুন, ২০২২, ০৩:০৬ পিএম
ইয়েমেনি ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয় মার্কিন প্যাট্রিয়ট
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বলেছেন, চলমান যুদ্ধে সৌদি জোট ও তাদের মিত্র তাকফিরি সন্ত্রাসীদের চেয়ে ভালো অবস্থানে রয়েছে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী।
তিনি বলেন, সৌদি জোট ইয়েমেনে দখলদারিত্ব কায়েম করেছে এবং দেশের সম্পদ লুটপাট করছে। তারা ইয়েমেনের জনগণ এবং সামরিক বাহিনীর সক্ষমতাকে হেয় প্রতিপন্ন করেছে। কিন্তু ইয়েমেনের সামরিক বাহিনী পরিস্থিতিকে তাদের দিকে ঘুরিয়ে দিতে সক্ষম।
মেজর জেনারেল মুহাম্মদ আল আতিফি বলেন, মার্কিন নির্মিত উন্নত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাওয়ার জন্য সৌদি আরব এবং তার মিত্ররা যে চেষ্টা চালাচ্ছে তাতে খুব একটা লাভ হবে না। কারণ ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সামনে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেমন কার্যকরী কিছু নয়।
তিনি বলেন, "ইয়েমেনের বিশেষজ্ঞরা সামরিক শিল্পকে উন্নত পর্যায়ে নিয়ে গেছেন। ইয়েমেনের সামরিক বাহিনী খুবই পেশাদার এবং এ মুহূর্তে তাদের হাতে খুবই নিখুঁত এবং কার্যকরী অস্ত্র রয়েছে।"
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, তার দেশের সাহসী সন্তানদের জন্য বিজয় অপেক্ষা করছে যারা আগ্রাসনকারীদের বিরুদ্ধে প্রতিরোধের পথ বেছে নিয়েছেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে