ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

হিজবুল্লারা ব্যবহার করছে আপনাদের, লেবাননকে সতর্ক করলেন নেতানিয়াহু 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৯ পিএম

হিজবুল্লারা ব্যবহার করছে আপনাদের, লেবাননকে সতর্ক করলেন নেতানিয়াহু 

হিজবুল্লারা ব্যবহার করছে আপনাদের, লেবাননকে সতর্ক করলেন নেতানিয়াহু 

নতুন করে তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। গতকাল হিজবুল্লাদের নিশানা করে লেবাননে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। তাতে মৃতের সংখ্যা প্রায় ৫০০ হয়ে গিয়েছে। পাল্টা হিজবুল্লারাও হামলা চালাতে শুরু করেছে। ইজরায়েলেকে জবাব দিতে প্রায় ৩০০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লারা। এদিকে ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু লেবনানের বাসিন্দাদের সতর্ক করে বলেছেন হিজবুল্লারা তাঁদের ব্যবহার করছে। তাঁরা এটা না বুঝলে আরও মৃত্যু হবে। 

মানুষ মারা সংস্থা', কোথায় নিরাপত্তা মানুষের? বন্যা থেকে রেল! ক্ষুব্ধ মমতাগতকাল থেকেই হিজবুল্লাদের বিরুদ্ধে একপ্রকার নির্মম প্রতিশোধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। লেবাননে আশ্রয় নিয়েছে হিজবুল্লা জঙ্গিরা। সেখানে ইরান থেকে অস্ত্র নিয়ে এসে ঘরে ঘরে মজুত করে রাখছে তারা। তারপরেই একের পর এক রকেট হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। প্রায় ৬০০ রকেট হামলা চালিয়েছিল তারা। শয়ে শয়ে রকেট দুরমুশ করে দিয়ে গিয়েছে লেবাননের একাধিক বাড়ি। শিশু থেকে বৃদ্ধ-মহিলা অসংখ্য সাধারণ মানুষ মারা গিয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ৫০০ হয়ে গিয়েছে। আহতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। ইজরায়েলি সেনা জানিয়েছে প্রায় ৮০০ হিজবুল্লা জঙ্গি লুকিয়ে রয়েছে লেবাননে। তাঁরা লেবাননের বাসিন্দাদের সাহায্য নিয়ে সেখানে অস্ত্র মজুত করছে। এক কথায় লেবাননের সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যববার করেছে হিজবুল্লা জঙ্গিরা।

 ইজরায়েলি প্রেসিডেন্ট হেতানিয়াহু লেবাননের সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, তাঁরা যেন এই মুহূর্তে এলাকা ছেড়ে চলে যান। হিজবুল্লারা তাঁদের ব্যবহার করছে। হিজবুল্লাদের বিরুদ্ধে অপারেশন শেষ হয়ে গেলে আবার যেন তাঁরা নিজের নিজের বাড়িতে ফিরে আসেন। প্রায় ৮০০ হিজবুল্লা জঙ্গি লেবাননেকর একাধিক বাড়িতে লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। ভিডিও বার্তায় নেতানিয়াহু লেবাননের সাধারণ মানুষকে সতর্ক করেছেন।