ঢাকা, বুধবার, অক্টোবর ১৬, ২০২৪ | ১ কার্তিক ১৪৩১
Logo
logo

ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৬:১০ পিএম

ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব?

 

কোনো কোনো গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, ইহুদিবাদী ইসরাইল ইয়েমেনে সাম্প্রতিক হামলার সময় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে।

ইসরাইলি বিমান বাহিনীর অফিসিয়াল এক্স পেজে ইয়েমেনে এই বাহিনীর সাম্প্রতিক হামলার যে ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ইসরাইলের এফ-৩৫ ও কেসি-৭০৭ যুদ্ধবিমানগুলো সৌদি আরবের আল-হুমিদা শহরের আকাশসীমা অতিক্রম করছে। 

পার্সটুডে জানাচ্ছে, ইন্টারনেটভিত্তিক ওয়েবসাইট দি ওয়ার জোন (THE WAR ZONE) এই ভিডিও ক্লিপের সূত্র ধরে বলেছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলোর পক্ষে একবার জ্বালানি নিয়ে ইয়েমেনে হামলা চালিয়ে আবার ফিরে আসার জন্য কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব ছিল না। এ কারণে এসব যুদ্ধবিমানের সঙ্গে জ্বালানি বহনকারী বিমানও নেয়া হয়েছিল। আর ওই ভিডিও ক্লিপে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সৌদি আরবের আল-হুমিদা শহরের আকাশে অবস্থানকালে জ্বালানি নিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান।

পার্সটুডে