ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ‘জবাব প্রস্তুত করছে’ ইসরায়েল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৩:১০ পিএম

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ‘জবাব প্রস্তুত করছে’ ইসরায়েল

 

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ‘জবাব প্রস্তুত করছে’ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা আজ শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ইসরায়েলের জনগণের ওপর ইরানের বেআইনি ও নজিরবিহীন হামলার প্রত্যুত্তর প্রস্তুত করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে হামলার ধরন ও সময় নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশির ভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে। কিন্তু সেখানে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের আঘাতে অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলার পরদিন বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত হেনেছে। তবে কোন কোন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তা স্পষ্ট করেনি ইসরায়েল। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার পরপরই ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন। তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানোর পক্ষে তাঁর সমর্থন নেই বলে জানিয়েছেন।