এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪, ০৪:১০ পিএম
ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পরও কেন হামাস দুর্বল হবে না- এই প্রশ্নের উত্তর দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। আল-গাদ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনা তাঁকে বীর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আমেরিকার সাবেক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে বেড়াননি ইয়াহিয়া সিনওয়ার। যুদ্ধের ময়দানে তার মৃত্যু হয়েছে। একারণে সিনওয়ারের নাম ইতিহাসে শহীদ হিসেবে লিপিবদ্ধ থাকবে।
ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পর হামাসের অবস্থা কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিনওয়ারের শাহাদাতের মধ্যদিয়ে হামাস দুর্বল হবে না বরং সংগঠনটির দৃঢ়তা আগের চেয়ে বাড়বে। হামাস তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।
১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইরাকে জাতিসংঘের গণবিধ্বংসী অস্ত্র বিষয়ক প্রতিনিধি ও পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন স্কট রিটার। তার মতে, সিনওয়ারের মৃত্যু হামাসের যুদ্ধের একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে এবং দখলদার ইসরাইল দুর্বল না হয়ে বরং আরও শক্তিমত্তার সঙ্গে তাদের পবিত্র যুদ্ধ চালিয়ে যাবে।
দখলদার ইসরাইল সত্যি সত্যিই ইরানে হামলা চালাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- এই সিদ্ধান্ত ইসরাইলের সরকারের ওপর নির্ভর করে, তবে এর শেকড় নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থের বাইরে নয়।
পার্সটুডে