ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

বিরোধীদল শক্তিশালী বলেই আপনি ভীতু, প্রধানমন্ত্রীকে রিজভী


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০৭:০৪ পিএম

বিরোধীদল শক্তিশালী বলেই আপনি ভীতু, প্রধানমন্ত্রীকে রিজভী

বিরোধীদল শক্তিশালী বলেই আপনি ভীতু, প্রধানমন্ত্রীকে রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনি (প্রধানমন্ত্রী) গতকাল বলেছেন, দেশে শক্তিশালী বিরোধীদল নেই। আসলে বনের নেকড়ে সব প্রাণী খেয়ে ফেলার পর বলছে যে আর প্রাণী নেই। সবকিছু শিকার করে তারপরে বলছে আর কোনো শিকার নেই। বাংলাদেশের শক্তিশালী বিরোধীদল নেই।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচি থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনি রাষ্ট্রক্ষমতা দখল করে বিরোধীদলকে কবরস্থান করার ব্যবস্থা করেছেন। আর আপনি শক্তিশালী বিরোধী দলের কথা বলেন? বিরোধী দল শক্তিশালী বলেই কবরস্থানে আর লাল ঘরে পাঠানোর ব্যবস্থা করছেন।

বিরোধীদল শক্তিশালী বলেই গণতন্ত্রের মাতাকে যে মামলায় বন্দি রাখা হয়েছে তার কোনো সম্পর্ক নাই, তাকে তিন বছর ধরে বন্দি করে রেখেছেন। বিরোধীদল শক্তিশালী বলেই আপনি ভয়ে তরুণ রাজনীতিবিদ ইশরাককে বন্দি করেছেন। আপনি ভীতু প্রধানমন্ত্রী।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, সরকার পাতানো সংসদ করেছে। যেখানে বিরোধী দল নেই। সেখানে মমতাজের গান হয়, কিন্তু বিরোধীদলের বিতর্ক নেই। আর বলেন দেশে বিরোধীদল নেই।