ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Logo
logo

ইরান উত্তেজনা বাড়াতে চায় না: আব্বাস আরাকচি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১২:১১ পিএম

ইরান উত্তেজনা বাড়াতে চায় না: আব্বাস আরাকচি


ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান উত্তেজনা বাড়াতে চায় না তবে জাতিসংঘের সনদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার রাখে। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে আজ (মঙ্গলবার) ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন আব্বাস আরাকচি। তিনি বলেন, “ইসরাইলের মতো ইরান কখনো উত্তেজনা বাড়াতে চায়নি। তবে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুসারে তেহরান আত্মরক্ষার অধিকার রাখে এবং উপযুক্ত সময় ও পরিস্থিতি অনুসারে আমরা ইসরাইলি আগ্রাসনের জবাব দেব।” 

গাজা এবং লেবাননে নৃশংস আগ্রাসন ও বেপরোয়া হামলা বৃদ্ধির মধ্যদিয়ে ইহুদিবাদীদের বর্বর চরিত্র আরো স্পষ্ট হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে পাকিস্তানি কর্মকর্তাদের অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়েছে, সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী তার কঠোর নিন্দা জানান। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে তেহরান ও ইসলামাবাদের শক্ত অবস্থানের কথা জোরালোভাবে তুলে ধরেন। ইসহাকদার বলেন, সার্বভৌম ইরানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে।

পার্সটুডে