এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ জুন, ২০২২, ০১:০৬ পিএম
ভুল থেকে শিক্ষা! কেকে-র মৃত্যুর পর পাল্টেছে নজরুল মঞ্চের চিত্র, সোনুর অনুষ্ঠানে বাড়তি সতর্কতা
সেই নজরুল মঞ্চ, যেখানে জীবনের শেষ অনুষ্ঠান করেছিলেন বিখ্যাত গায়ক কৃষ্ণ কুমার কুন্নথ ওরফে কেকে! কেউ ভাবতে পারেননি এভাবে নিমেষে নিভে যাবে হাজারো আলো, আনন্দের সুর বদলে যাবে বিষাদে। সেই নজরুল মঞ্চেই রবিবার অনুষ্ঠান করেন আরেক জনপ্রিয় গায়ক সোনু নিগম (Sonu Nigam at Najrul Mancha)।
এদিনের অনুষ্ঠান ছিল লালবাজারের কাছে পাখির চোখ। কেকে-র মৃত্যুর (KK Death) পর যে হাজারো প্রশ্ন উঠেছিল, সব প্রশ্নের উত্তর হয়তো প্রায় এক মাস পরেও অজানা। কিন্তু লালবাজারের কাছে এদিনের অনুষ্ঠান ছিল চ্যালেঞ্জের মত।
আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ের মধ্যেই রবিবার নজরুল মঞ্চে গান গেয়ে গেলেন সোনু (Sonu Nigam)। জীবন হয়তো কোথাও থেমে থাকে না। মৃত্যু হয়তো সাময়িক সবকিছু থমকে দেয়, কিন্তু থামিয়ে দেয় না। নজরুল মঞ্চে এদিন সেই কথাই বলল। দর্শকদের মধ্যে ছিল উন্মাদনা। কিন্তু হ্যাঁ, চাপা কষ্ট কোথাও যেন লুকিয়ে ছিল সকলের মনেই।
লালবাজারের জারি করা এসওপি মেনেই এদিন অনুষ্ঠান হয়। বাড়তি ভিড় যাতে না হয় সেইদিকে ছিল কড়া নজরদারি। একটিও বাড়তি টিকিট বিক্রি করা হয়নি। যে কটা আসন ঠিক সেই কয়জনকেই ঢুকতে দেওয়া হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের নেতৃত্বে ছিল পুলিশের টহলদারি। তিনটি অ্যাম্বুলেন্স রাখা ছিল সর্বক্ষণ। ছিল দমকলের গাড়িও।
হয়তো একেই বলে ভুল থেকে শিক্ষা নেওয়া। নজরুল মঞ্চে এদিনের অনুষ্ঠান সেটারই প্রমাণ। সোনু নিগমের গায়ককে নিয়ে যে মানুষের মধ্যে উন্মাদনা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই উন্মাদনা যেন মাত্রাতিরিক্ত হয়ে না পড়ে সেই দিকেও নজর ছিল সকলের। এদিনের অনুষ্ঠান ছিল কলকাতার কাছে অপবাদ ঘোচানোর চ্যালেঞ্জ। বলাই যায় সেই পরীক্ষায় উত্তীর্ণ তিলোত্তমা (Kolkata)।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে