ঢাকা, মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ | ২০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

রোজার আগে বাজারে অস্থিরতা, লেবুর হালি ১০০ টাকা!  


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

রোজার আগে বাজারে অস্থিরতা, লেবুর হালি ১০০ টাকা!  

 

রমজান শুরুর আগেই রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। শরবতের অন্যতম উপকরণ লেবুর হালিপ্রতি দাম ১০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। একইসঙ্গে বেড়েছে চাল, আদা, রসুন ও ব্রয়লার মুরগির দাম। ফলে সাধারণ ক্রেতাদের এখন থেকেই অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।  

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে যে লেবুর হালি ২০-৩০ টাকায় পাওয়া যেত, এখন সেটি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। কিছু পাড়া-মহল্লার দোকানে লেবুর দাম আরও বেশি, যেখানে হালিপ্রতি ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।  

নয়াবাজারে সবজি কিনতে আসা ক্রেতা আল আমিন বলেন, "রোজার আগে লেবু কিনতে এসে দাম শুনেই হতবাক হয়েছি। ৮০ টাকা চাচ্ছে! ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছেন, অথচ কোনো নজরদারি নেই।  

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই লেবুর দাম বেড়ে গেছে, ফলে বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে মানভেদে লেবুর হালি ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।  

এদিকে চালের দামও বেড়েছে। সরু চাল কেজিপ্রতি ৭৪-৮৮ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৭২-৮৬ টাকা। মাঝারি চালের দামও বেড়ে ৬০-৬৬ টাকা হয়েছে।  

মাংসের বাজারেও ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগি এখন ২০০-২১০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ১৯০-২০০ টাকায় বিক্রি হয়েছে। দেশি মুরগির দামও বেড়ে ৫০০-৬০০ টাকায় পৌঁছেছে।  

মসলার বাজারেও দাম বৃদ্ধি অব্যাহত। আমদানি করা রসুন ২২০-২৫০ টাকা, দেশি আদা ১০০-২৫০ টাকা, দারুচিনি ৫০০ টাকা ও এলাচ কেজিপ্রতি ৪৮০০ টাকায় বিক্রি হচ্ছে।  

রমজান শুরুর আগেই বাজারের এই অস্থিরতা ভোক্তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।