ঢাকা, বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ | ২ মাঘ ১৪৩১
Logo
logo

বিদেশি ভাড়াটে যোদ্ধাদের গুলিতে প্রাণ গেল ইউক্রেনের ৪ সেনার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ জুন, ২০২২, ০২:০৬ পিএম

বিদেশি ভাড়াটে যোদ্ধাদের গুলিতে প্রাণ গেল ইউক্রেনের ৪ সেনার

বিদেশি ভাড়াটে যোদ্ধাদের গুলিতে প্রাণ গেল ইউক্রেনের ৪ সেনার

রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের সেনা এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের মধ্যে ফ্রেন্ডলি ফায়ারে ঘটনা ঘটেছে। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সম্প্রতি অন্তত দুটি এরকম ঘটনা ঘটেছে। রাশিয়া বলছে, যুদ্ধ সক্ষমতা এবং যোগাযোগ সমন্বয়হীনতার কারণে এসব ঘটনা ঘটেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর ৬০তম পদাতিক ব্রিগেডের ৯৭তম ব্যাটালিয়নের হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার পথে ওই ব্যাটালিয়নের সেনাদের ওপর গোলা বর্ষণ করেছে বিদেশি ভাড়াটে যোদ্ধারা। অথচ তাদের এই ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত হয়ে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ছিল। এ ঘটনায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আরেকটি ঘটনা ঘটেছে ইউক্রেনের সেনাদের ২৮তম মেকানাইজড ব্রিগেডের সঙ্গে। ইউক্রেনের একটি রিকন টিমের ওপর বিদেশি ভাড়াটে সেনারা হামলা চালায়। এতে ৪ সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছে।

তবে এই সমস্ত ঘটনা কবে এবং কোথায় ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় দাবি করেছে- এই ধরনের ঘটনা প্রায় মাঝে মাঝেই ঘটছে। খবর পার্সটুড়ে/এনবিএস/২০২২/একে