এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ জুলাই, ২০২২, ০৩:০৭ পিএম
ইরান পরমাণু আলোচনায় নিজের অবস্থান স্পষ্ট করেছে: রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক টেলিফোনালাপে বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় ইরান নিজের অবস্থান স্পষ্ট করেছে। গতকাল (বৃহস্পতিবার) কাতারের আমির ইরানের প্রেসিডেন্টকে ফোন করলে দুই নেতার মধ্যে কথোপকথন অনুষ্ঠিত হয়।
কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও ইরানের মধ্যে দু’দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হওয়ার পর এ ফোনালাপ অনুষ্ঠি হলো।
এ সময় রায়িসি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো প্রতিবেদনে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি সামরিক লক্ষ্যে পরিচালিত হয়েছে বলে তারা কোনো প্রমাণ পায়নি। কিন্তু তা সত্ত্বেও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় প্রমাণ করে, পাশ্চাত্য পূর্বপরিকল্পিতভাবে আলোচনা প্রক্রিয়া থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে তেহরান নিপীড়নমূলক, বেইআইনি ও অন্যায় মনে করে। কাজেই যেকোনো আলোচনার লক্ষ্য হতে হবে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তা কার্যকর করার ক্ষেত্রে শক্ত গ্যারান্টি যাতে আগের মতো আবার আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যেতে না পারে।
টেলিফোনালাপে কাতারের আমির বলেন, ইরানের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি ইরান ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। সৌদি আরবের নেতৃত্বে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দিনগুলোতে ইরানের পৃষ্ঠপোষকতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শেখ তামিম বিন হামাদ আলে সানি।খবর পার্সটুডে./এনবিএস/২০২২/একে