ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

লেবাননে আরও এক ইসরাইলি গুপ্তচর গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২২, ০২:০৭ পিএম

লেবাননে আরও এক ইসরাইলি গুপ্তচর গ্রেপ্তার

লেবাননে আরও এক ইসরাইলি গুপ্তচর গ্রেপ্তার

লেবাননের নিরাপত্তা বাহিনী ইহুদিবাদী ইসরাইলের একজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। এর আগে আটক এক গুপ্তচরের স্বীকারোক্তির পর গতকাল (শুক্রবার) তাকে আটক করা হয়।

লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দৈনিক আল-আখবার জানিয়েছে, তিন বছর আগে প্রথমে আফ্রিকান বংশোদ্ভূত এক মেয়ের মাধ্যমে ইহুদিবাদীদের সঙ্গে ঐ ব্যক্তির যোগাযোগ স্থাপিত হয়। এরপর সে বিভিন্ন পরিমাণ অর্থের বিনিময়ে শত্রুদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে শুরু করে।

বিভিন্ন নিরাপত্তা তথ্যে দেখা যাচ্ছে, ইসরাইলের এই অনুচর লেবাননের বেকা অঞ্চলের বাদনাইল শহরে অবস্থান নিয়ে সেদেশের সেনাবাহিনী ও হিজবুল্লাহর নানা তৎপরতা সম্পর্কে তথ্য সরবরাহ করত। সামরিক গাড়ীগুলোর আসা-যাওয়া সম্পর্কে ইসরাইলকে তথ্য দিত।

এর আগে ২৭ জুন দক্ষিণ লেবাননের আল-আরকুব এলাকা থেকেও কয়েকজন সন্দেহভাজন ইসরাইলি অনুচরকে আটক করে লেবাননের নিরাপত্তা বাহিনী।

মুসলিম অধ্যুষিত লেবাননকে অস্থিতিশীল করতে সব সময় তৎপরতা চালায় ইহুদিবাদী ইসরাইল। এরই অংশ হিসেবে চলে গুপ্তচরবৃত্তি। তবু চৌকস প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় আজও নিরুপায় দখলদারেরা।খবর পার্সটুড/এনবিএস/২০২২/একে