ঢাকা, বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ | ২ মাঘ ১৪৩১
Logo
logo

ড্রোন পাঠিয়ে ইসরাইলকে বার্তা দেওয়া হয়েছে: লেবাননের হিজবুল্লাহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২২, ০৩:০৭ পিএম

ড্রোন পাঠিয়ে ইসরাইলকে বার্তা দেওয়া হয়েছে: লেবাননের হিজবুল্লাহ

ড্রোন পাঠিয়ে ইসরাইলকে বার্তা দেওয়া হয়েছে: লেবাননের হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র শরিয়া কাউন্সিলের প্রধান শেইখ মুহাম্মাদ ইয়াজবেক বলেছেন, লেবানন এবং এই দেশের সম্পদ রক্ষায় হিজবুল্লাহ যে সদাপ্রস্তুত রয়েছে ড্রোনের মাধ্যমে সে বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন- শুধু ইহুদিবাদী ইসরাইল নয়, তাদের মধ্যস্থতাকারী আমেরিকাকেও এই বার্তা দেওয়া হয়েছে যে লেবাননের অধিকারকে উপেক্ষা করা সম্ভব নয়।

লেবাননের হিজবুল্লাহর এই আলেম অবিলম্বে সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেন, সব দল ও গোষ্ঠীর উচিৎ দ্রুত সরকার গঠনের জন্য চেষ্টা চালানো যাতে মানুষের দুঃখ-কষ্ট কমানো যায়।

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গত শনিবার তারা তিনটি ড্রোন ধ্বংস করেছে।

লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে বিরোধপূর্ণ কারিশ গ্যাস ক্ষেত্রে ড্রোন পাঠানোর কথা জানিয়ে বলেছে, তারা যে লক্ষ্যে ড্রোন পাঠিয়েছিল তা সফল হয়েছে। পর্যবেক্ষণ ড্রোন সেখান থেকে কাঙিক্ষত তথ্য পাঠিয়েছে। একই সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের কাছে বার্তা পাঠানো হয়েছে।খবর পার্সটুডে /এনবিএস/ ২০২২/একে