ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

আমদানি করা নিরাপত্তা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যাবে না: শামখানি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২২, ০১:০৭ পিএম

আমদানি করা নিরাপত্তা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যাবে না: শামখানি

আমদানি করা নিরাপত্তা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যাবে না: শামখানি

আজারবাইজান সফররত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমদানি করা নিরাপত্তা দিয়ে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারবে না। তিনি শুক্রবার স্বাগতিক দেশের রাজধানী বাকুতে আজারবাইজানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রামিল ওসোবোফের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের নিরবচ্ছিন্ন সমর্থন রয়েছে। 

শামখানি বলেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার যে ধারাবাহিক প্রচেষ্টা চলছে ইহুদিবাদী ইসরাইল নানারকম অপকৌশল প্রয়োগ করে তা বানচাল করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্ত নিরাপত্তাহীনতা ও কুচক্রী তৎপরতার পেছনে কুদস দখলদার এই সরকারের হাত রয়েছে। তবে বর্তমানে এই অবৈধ রাষ্ট্র চরম রাজনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয়ের সম্মুখীন। শামখানি বলেন, এতসব সংকটে জর্জরিত ইসরাইল নিজের সংকটকে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু এতে তার শেষরক্ষা হবে না। 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আজারবাইজানের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, কোনো আধিপত্যকামী সরকারকে দু’দেশের সম্পর্ক নস্যাত করার সুযোগ দেয়া উচিত হবে না। 

সাক্ষাতে ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত খাত বিশেষ করে নিরাপত্তা খাতে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন আজারবাইজানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওসোবোফ।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে