ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

মধ্যপ্রাচ্যে বিজাতীয় বাহিনীর প্রয়োজন নেই: ওমানের নৌবাহিনীর প্রধান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২২, ০২:০৭ পিএম

মধ্যপ্রাচ্যে বিজাতীয় বাহিনীর প্রয়োজন নেই: ওমানের নৌবাহিনীর প্রধান

মধ্যপ্রাচ্যে বিজাতীয় বাহিনীর প্রয়োজন নেই: ওমানের নৌবাহিনীর প্রধান

ওমানের নৌবাহিনীর প্রধান সাইফ বিন নাসের আর-রাহবি বলেছেন, এই অঞ্চলে বিজাতীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই। তিনি আজ (বুধবার) তেহরানে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার শাহরাম ইরানির সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

ইরান সফরে ওমানের নৌবাহিনীর প্রধানের সঙ্গে সেদেশের কয়েকজন প্রভাবশালী সামরিক কমান্ডারও রয়েছেন।

ওমানের নৌ প্রধান আরও বলেছেন, ইরানের সঙ্গে ওমানের সম্পর্ক গভীর এবং ঐতিহাসিক। এই সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। তিনি ইরানের সামরিক শক্তি ও সামর্থ্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের মতো একটি বড় প্রতিবেশীর প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা ওমানের জন্য উৎসাহ ও নিশ্চয়তা হিসেবে কাজ করছে।

আর-রাহবি বলেন, ইরানি জনগণের প্রতি বিশেষ সম্মান ও শ্রদ্ধা রয়েছে ওমানের। ইরানের জনগণ ও জাহাজের জন্য ওমানের বন্দরগুলো উন্মুক্ত। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

ওমানের নৌ কমান্ডার বলেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এই অঞ্চলের দেশগুলোর সরকার। এখানে বাইরের দেশগুলোর সামরিক বাহিনীর উপস্থিতি অযৌক্তিক।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যান্য দেশ আন্তর্জাতিক পানি সীমায় চলাচল করতে পারে, কিন্তু আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে এই অঞ্চলের দেশগুলোই।

এ সময় ইরানের সেনাবাহিনীর নৌ কমান্ডার শাহরাম ইরানি বলেন, ভারত মহাসাগর ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে ওমানের কাছ থেকেই আমরা সবচেয়ে বেশি ও ভালো সহযোগিতা পেয়েছি। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান এবং ওমানের মধ্যে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ইরানি কমান্ডার।খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে