ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

ম্যাক্রোঁ পুননির্বাচিত হলে পদত্যাগের ঘোষণা দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

ম্যাক্রোঁ পুননির্বাচিত হলে পদত্যাগের ঘোষণা দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ম্যাক্রোঁ পুননির্বাচিত হলে পদত্যাগের ঘোষণা দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্তেক্স বলেছেন, যদি ইমানুয়েল ম্যাক্রোঁ পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে ঐতিহ্য অনুযায়ী পরবর্তী কয়েকদিনের মধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। টিআরআইওয়ার্ল্ড

কাস্তেক্স বলেন, জুনের পার্লামেন্ট নির্বাচনের আগে এটি ম্যাক্রোঁর মধ্যপন্থী দলকে একটি নতুন অনুপ্রেরণা দেবে। তিনি আরো বলেন, যারা মনে করেন প্রেসিডেন্ট পুননির্বাচিত হওয়ার পর নতুন করে একটি অনুপ্রেরণা তৈরি হওয়া উচিত আমি তাদের দলে। 

কাস্তেক্সের পদত্যাগের পর ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ডকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দেয়া হতে পারে জল্পনা রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী ম্যারিন লি পেনের বিরুদ্ধে প্রতিযোগিতা করছেন ম্যাক্রোঁ। বেশিরভাগ জরিপে ম্যাক্রোঁ এগিয়ে থাকলে কম ভোটদানের হার নিয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা। জনমত জরিপে ম্যাক্রোঁ ৫৩-৫৬ শতাংশ ও লি পেন ৪৪-৪৭ শতাংশ সমর্থন পাচ্ছেন। ২০১৭ সালের নির্বাচনে ম্যাক্রোঁ ৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন। 

কাস্তেক্স বলেন, ম্যাক্রোঁর জয়ের নিশ্চয়তা নেই। তাই আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি না। ফ্রান্সের জনগণকে বোঝাতে হবে ম্যাক্রোঁ সরকারই তাদের জন্য সেরা।