এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম
প্রয়াত প্রাক্তন বোর্ড কর্তা, তিনিই ছিলেন সৌরভের বিতর্কিত জিম্বাবোয়ে সফরের ম্যানেজার
সময়ের অনেক আগেই চলে গেলেন বোর্ডের (BCCI) প্রাক্তন যুগ্মসচিব ঝাড়খন্ডের অমিতাভ চৌধুরী (Amitabh Choudhary BCCI)। মঙ্গলবার সকালে রাঁচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি, বয়স হয়েছিল মাত্র ৬২ বছর।
২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বোর্ডের পরিচালন ক্ষমতা সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে থাকার সময় বোর্ডের কার্যকরি সচিব ছিলেন তিনি। বোর্ডে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্ব করতেন।
বহুদিন ধরে তিনি ধোনিদের ক্রিকেট সংস্থার কর্ণধার ছিলেন। তিনি পুলিশের আইপিএস অফিসার ছিলেন। অনুরাগ ঠাকুরের জমানায় বোর্ডের যুগ্মসচিবের দায়িত্ব পালন করেছেন অমিতাভ। এছাড়া ভারতীয় দলের টিম ম্যানেজার হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও গ্রেগ চ্যাপেলের ঝামেলার সময়ে জিম্বাবোয়ে সফরে ভারতের টিম ম্যানেজার ছিলেন অমিতাভই। তাঁর সমর্থন ছিল মহারাজের দিকেই।
সৌরভ গঙ্গোপাধ্যায়ও শোকজ্ঞাপন করে টুইট করেছেন, ‘‘অমিতাভ চৌধরীর মৃত্যুর খবরে আমি মর্মাহত। ওঁর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সান্নিধ্যে কাটানো সময়গুলো মনে থাকবে।’’
সৌরভ আরও বলেন, ‘‘আমি যখন ভারতের অধিনায়ক ছিলাম, জিম্বাবোয়ে সফরে ওঁর সঙ্গে আমার প্রথম পরিচয়। উনি তখন ভারতের টিম ম্যানেজার ছিলেন। ওঁর নিরলস প্রচেষ্টার জন্য আজ রাঁচিতে বিশ্বমানের স্টেডিয়াম কমপ্লেক্স গঠন হয়েছে।’’
অমিতাভের হাতে ঝাড়খণ্ড ক্রিকেটের দায়িত্ব থাকার সময়েই রাঁচির জেএসসিএ স্টেডিয়াম কমপ্লেক্স তৈরি হয়, যেখানে ২০১৩ সালে প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হয় ভারত ও ইংল্যান্ডের মধ্যে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে