ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

আমি ৬০ রান করলেও লোকে ব্যর্থ বলেছে’, সেঞ্চুরি করার পরে অভিমানী বিরাট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৯ পিএম

আমি ৬০ রান করলেও লোকে ব্যর্থ বলেছে’, সেঞ্চুরি করার পরে অভিমানী বিরাট

আমি ৬০ রান করলেও লোকে ব্যর্থ বলেছে’, সেঞ্চুরি করার পরে অভিমানী বিরাট


 পিকচার আভি বাকি হ্যায়…। বিরাট কোহলির (Virat Kohli Family) সেঞ্চুরির পরে ভারতীয় ক্রিকেটমহলে এই নিয়ে প্রবল কথা হচ্ছে। একটা সময় মনে হয়েছে, টি ২০ ক্রিকেট থেকে হয়তো অবসরই নিয়ে ফেলবেন কোহলি। কিন্তু এশিয়া কাপে (Asia Cup) আফগানিস্তানের বিপক্ষে দুরন্ত সেঞ্চুরির পরে সবাই বলছেন, কোহলির ছন্দে ফেরা শুরু, এবার তিনি রাজ্যপাট ফিরে পাওয়ার চেষ্টা করবেন।

প্রায় তিনবছর পরে সেঞ্চুরি পাওয়ার পরে তৃপ্তিতে ভরপুর কোহলি। তিনি এই সেঞ্চুরি উৎসর্গ করেছেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও কন্যা ভামিকাকে। সেঞ্চুরির মুহূর্তে দেখা গিয়েছে, কোহলি চুম্বন করছেন গলার চেন ও বিয়ের আংটিতে। সেইসময়ই বোঝা গিয়েছিল, স্ত্রী অনুষ্কার লাগাতার সমর্থনে তিনি শক্তি পেয়েছেন। তাই বলেও দিয়েছেন, সবাই যখন সমালোচনায় দগ্ধ করেছেন, সেইসময় স্ত্রী পাশে ছিল, এমনকি কন্যাও।
‘কিং ইজ ব্যাক’, বিরাট সেঞ্চুরিতে উঠে দাঁড়িয়ে অভিবাদন ‘নিন্দুক’ বেদীরদুবাইতে ৭১তম শতরান করেও বিরাটের মুখে আক্ষেপ শোনা গিয়েছে। কোহলি বলেন, ‘‘সত্যি বলতে গেলে আমি আজকের মতো আগেও ব্যাটিং করেছি। কিন্তু সেদিন সেঞ্চুরি আসেনি হয়তো, কিন্তু দলের জয়ে আমার সেই ইনিংস কাজে এসেছিল। আমি দেখেছি ৬০ রান করার পরেও আমাকে কথা শুনতে হয়েছে। সেসব ভাবলে সত্যিই কষ্ট হয়।’

কোহলির অসময়ে বিশেষজ্ঞরা নানা পরামর্শ দিয়েছেন। সেই প্রসঙ্গে খেলা শেষে অধিনায়ক রোহিত শর্মাকে তিনি জানান, অনেকেই আমাকে এসে নানা পরামর্শ দিয়েছেন। বলেছেন, ‘‘আমি এই ভুল করছি, ওই ভুল করছি। কিন্তু আমি কাউকে নিরাশ করিনি। কিন্তু মনের ভেতরে সবসময় একটা সিদ্ধান্তে উপনিত হয়েছি যে আমি ঠিক পথেই এগিয়েছি। দিনের শেষে আপনি একজন ব্যক্তি হিসেবে জানেন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, মানুষের মতামত আসবেই। কিন্তু আপনি যা অনুভব করছেন, তারা তা অনুভব করতে পারছে না।’’

রোহিতের সঙ্গে কথা বলতে গিয়ে কোহলি এও বলেন, ‘‘এক মাস পরেই আমি ৩৪-এ পা দেব। গত আড়াই বছর আমাকে অনেক কিছুই শিখিয়েছে। আমি বুঝতে শিখেছি নিজের মধ্যে নিয়ন্ত্রন থাকলে সবটা সম্ভব। আমি অতীতের সেই রাগের বহিঃপ্রকাশ পিছনে ফেলে এসেছি। আমি অনেক শান্ত ও সংকল্পবদ্ধ হতে পেরেছি।’
/খবর দ্য ওয়ালের /২০২২/এনবিএস/একে