এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৯ পিএম
কুর্দি হামলায় তুরস্কের চার সেনা নিহত
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে পিকেকে গেরিলাদের হামলায় তুরস্কের অন্তত ৪ সেনা নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইনফ্যান্ট্রি স্পেশালিস্ট সার্জেন্ট হারুন ইলদিরিম এবং ইনভেন্টরি স্পেশালিস্ট সার্জেন্ট সাভাস বরলু কুর্দি গেরিলাদের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হয়েছেন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে জানিয়েছে যে, উর্দি গেরিলাদের সঙ্গে সংঘর্ষের সময় আহত কমান্ড সার্জেন্ট মেজর গো খান ওজিল এবং স্পেশালিস্ট সার্জেন্ট ফাতিহ কালকান হাসপাতালে মারা গেছেন।
গত এপ্রিল মাস থেকে তুরস্কের সামরিক বাহিনী ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কয়েক দফায় কুর্কি গেরিলা-বিরোধী অভিযান চালিয়েছে। সেই থেকে পিকেকে গেরিলা ও তুর্কি সামরিক বাহিনীর মধ্যে কম বেশি সংঘর্ষ অব্যাহত রয়েছে।
ইরাকের ভেতরে তুরস্কের এই অভিযানকে বাগদাদ সরকার এবং ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো ভালো চোখে দেখছে না। বাগদাদ এবং প্রতিরোধে আন্দোলনগুলোর পক্ষ থেকে বারবার তুরস্কের প্রতি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে