এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম
এবার ঢাকায় ব্যবসা শুরু করছেন সালমান খান
ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাঁর একটি পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর একটি আউটলেট ঢাকায় চালু করতে যাচ্ছে। একটি ভিডিও বার্তার মাধ্যমে এই খবরটি জানান তিনি।
সালমান খানের এই প্রতিষ্ঠানটি ২০১২ সালে ব্যবসা শুরু করে। বর্তমানে ১৫টিরও বেশি দেশে ‘বিয়িং হিউম্যান ক্লথিং-এর আউটলেট রয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে।
১৫ সেপ্টেম্বর ঢাকার বনানীতে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা এবং সালমান খানের ভাই সোহেল খান, তাঁর ভাগ্নে আয়ান অগ্নিহোত্রী এবং প্রতিষ্ঠানটির সিইও সঞ্জীব রাও।
জানা যায়, ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রেহান রহমান ও মোহাইমিন মোস্তফা। ‘বিয়িং হিউম্যান কøথিং’ -এর লাভের একটি অংশ ‘বিয়িং হিউম্যান ’: দ্য সালমান খান ফাউন্ডেশন’কে দেওয়া হয় যেটি ভারতের মুম্বাইয়ে অবস্থিত।
ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে।