ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

জাতীয় দলেও হার্দিক পান্ডিয়াকে চারে ব্যাট করার উপযুক্ত: ইরফান পাঠান


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম

জাতীয় দলেও হার্দিক পান্ডিয়াকে চারে ব্যাট করার উপযুক্ত: ইরফান পাঠান

জাতীয় দলেও হার্দিক পান্ডিয়াকে চারে ব্যাট করার উপযুক্ত: ইরফান পাঠান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইনজুরি কাটিয়ে দারুণভাবে ফর্মে ফিরে এসেছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জাতীয় দলে লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে এতদিন ব্যাটিং করলেও এবার আইপিএলে তৃতীয় ও চতুর্থ স্থানে ব্যাট হাতে সফলতা পাওয়ায় এই অলরাউন্ডারকে জাতীয় দলেও ব্যাটিংয়ে চতুর্থ স্থানে দেখতে চান ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। আইপিএলের চলতি মৌসুমে ৬ খেলায় ৭৩.৭৫ গড়ে ২৯৫ রান করেছেন পান্ডিয়া। ক্রিকফেঞ্জি

পাঠান বলেন, এটা নতুন হার্দিক পান্ডিয়া। এই মৌসুমে যে পরিস্থিতিতে যেভাবে সে ব্যাট করছে সেটা দারুণ হয়েছে। তার সবচেয়ে ভালো ব্যাপার হলো, চার নম্বরে দারুণ দায়িত্ব নিয়ে ব্যাট করছে। গুজরাট টাইটান্স হোক বা ভারতীয় দল, চার নম্বরেই সবচেয়ে বেশি উপযুক্ত হার্দিক। কারণ সে দেখিয়েছে যে সে দায়িত্ব নিতে পারে।