এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৯ পিএম
পশ্চিমা বিশ্বকে মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিলেন মেদভেদেভ
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান দিমিত্রি মেদভেদেভ মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা বোকা গবেষণা সংস্থাগুলোর আধা পাগলের দল তাদের দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে পরমাণু যুদ্ধের অনিবার্য পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।
গতকাল (মঙ্গলবার) তিনি তার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
মেদভেদেভ বলেন, পশ্চিমারা ইউক্রেনকে সীমাহীন অস্ত্র ও সমর্থন দিয়ে সহযোগিতা করছে অথচ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে না- তাদের এই নীতি কাজ করবে না।
মেদভেদেভ বলেন, গিয়ে গতকাল ইউক্রেন সিকিউরিটি গ্যারান্টি বিষয়ক যে প্রস্তাবনা প্রকাশ করেছে তা প্রকৃতপক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তাব। তিনি এই প্রস্তাবকে পশ্চিমা দেশগুলোর ‘বিকারগ্রস্ত’ আবেদন বলে মন্তব্য করেন।
রুশ নেতা সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র দিয়ে ভাসিয়ে দেয় তাহলে রাশিয়ার সামরিক অভিযান ভিন্নমাত্রায় পৌঁছাবে যেখানে দৃশ্যমান সমস্ত বাধা এবং সম্ভাব্য সমস্ত ধারণা ধ্বংস করে এই যুদ্ধ তার পরিণতি দিকে এগিয়ে যাবে।
তখন পশ্চিমা দেশগুলোকে তাদের ঝকঝকে পরিপাটি ঘরবাড়িগুলোতে আর বসবাস করতে হবে না, প্রক্সি যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে তারা কতটা দুর্বল করেছে -এ কথা বলে হাসতে হবে না। তখন তাদের চারপাশের সবকিছুতে আগুন জ্বলতে থাকবে। তাদের জনগণকে প্রচণ্ড রকমের দুঃখ পেতে হবে। তাদের ক্ষেত খামারগুলো জ্বলবে এবং কংক্রিটের দেয়ালগুলো গলে পড়বে। তিনি এসব কথা বলেছেন বাইবেলের একটি বাক্য উদ্ধৃত করে।
মেদভেদেব বলেন, পশ্চিমা সংকীর্ণ মনের রাজনীতিবিদরা এবং তাদের বোকা গবেষণার সংস্থাগুলো হাতে মদের গ্লাস নিয়ে ভাবছে কিভাবে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে এ পরিস্থিতি সামাল দেয়া যাবে।
রাশিয়া যে নিরাপত্তা প্রস্তাব দিয়েছে তা মূলত ২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন নাটো জোটের দেয়া প্রস্তাবেরই নতুন রূপ। এতে বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্ত্র, গোলাবারুদ, অর্থনৈতিক সহায়তা এবং প্রশিক্ষণ -যা কিছু প্রয়োজন তাই দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে সহায়তা করা হবে। পাশাপাশি রাশিয়ার সম্পদ জব্দ করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে