ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

লেনদেন থেকে ডলার বাদ দেয়া একটি অবশ্যম্ভাবী বিষয়: পুতিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৯ পিএম

লেনদেন থেকে ডলার বাদ দেয়া একটি অবশ্যম্ভাবী বিষয়: পুতিন

লেনদেন থেকে ডলার বাদ দেয়া একটি অবশ্যম্ভাবী বিষয়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৈশ্বিক অর্থনীতি ও লেনদেন থেকে মার্কিন ডলার বাদ দেয়া এখন অবশ্যম্ভাবী একটি জরুরি বিষয়ে পরিণত হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক ও প্রযুক্তিগত আগ্রাসন চালাচ্ছে তখন প্রেসিডেন্ট পুতিন ডলার বাদ দেয়ার এ আহ্বান জানালেন।

তিনি গতকাল রুশ মন্ত্রিসভার বৈঠকে রাশিয়ার আগামী তিন বছরের বাজেট প্রণয়নের ব্যাপারে দিকনির্দেশনামূলক ভাষণ দিচ্ছিলেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, সমস্ত লেনদেন থেকে অবধারিতভাবে ডলার বাদ দিতে হবে; তবে সে প্রক্রিয়া কোত্থেকে কীভাবে শুরু করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করে উপায় খুঁজে বের করতে হবে।

গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দেয়ার সিদ্ধান্ত নেয়।তখন থেকে রাশিয়া পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আরোপিত কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে অথবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া যার ফলে ইউরোপীয় দেশগুলোতে ভয়াবহ জ্বালানী সংকট দেখা দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার বৈঠকে আরো বলেন, কিছু দেশ যখন ‘রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও প্রযুক্তিগত আগ্রাসন’ চালাচ্ছে তখন মস্কো আত্মবিশ্বাসের সঙ্গে বহিঃশক্তিগুলোর চাপ কাটিয়ে উঠতে পেরেছে।
 খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে