ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরোধিতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০৯ পিএম

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরোধিতা

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরোধিতা

ইউক্রেনে রাশিয়ার রেডলাইন সম্পর্কে ওয়াশিংটনকে কঠোর হুশিয়ারি দিয়েছে মস্কো। তারই পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিরোধিতা করেছেন।

মার্কিন নিউজ চ্যানেল এনবিসি জানিয়েছে, আমেরিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা হোয়াইট হাউজকে পরামর্শ দিয়েছে ইউক্রেনকে যেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া না হয়।

ওই সামরিক নেতারা বলেছেন ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন দুই পদস্থ সামরিক কর্মকর্তা এনবিসি'কে বলেছেন, রাশিয়ার কাছ থেকে বিপজ্জনক প্রতিক্রিয়ার আশঙ্কায় বাইডেন প্রশাসন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেনের আবেদন স্থগিত রেখেছে।

গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তারপরই মস্কোর প্রতিক্রিয়ার ভয়ে কিয়েভকে ক্ষেপণাস্ত্র দেয়ার বিরুদ্ধে সামরিক নেতাদের পরামর্শের খবর গণমাধ্যমে এসেছে। জাখারোভা বলেছেন: আমেরিকা কিয়েভকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার মানে হলো রেডলাইন অতিক্রম করা। তা হবে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সরাসরি যুদ্ধে নামার শামিল।

এর আগেও আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ হুশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন: কিয়েভেকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার অর্থ হবে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সরাসরি যুদ্ধে অংশ নেয়া।

রাশিয়ার সীমান্তে ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপের ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা ইউক্রেনে উত্তেজনা কমাতে কিংবা সংঘাত বন্ধ করতে কিছু তো করেই নি, বরং অস্ত্রশস্ত্র পাঠিয়ে এবং রাশিয়ার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে সংঘাতকে আরও উসকে দিয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে