ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

মন্দিরে ভাঙচুর, শিশুদের পণবন্দির চেষ্টা! ইংল্যান্ডে নজিরবিহীন সাম্প্রদায়িক তাণ্ডব দুষ্কৃতীদের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম

মন্দিরে ভাঙচুর, শিশুদের পণবন্দির চেষ্টা! ইংল্যান্ডে নজিরবিহীন সাম্প্রদায়িক তাণ্ডব দুষ্কৃতীদের

মন্দিরে ভাঙচুর, শিশুদের পণবন্দির চেষ্টা! ইংল্যান্ডে নজিরবিহীন সাম্প্রদায়িক তাণ্ডব দুষ্কৃতীদের


 দিন কয়েক আগেই কানাডার স্বামীনারায়ণ মন্দিরে তাণ্ডব চালিয়েছিল খালিস্তানি জঙ্গিরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাম্প্রদায়িক সংঘর্ষের (Communal unrest) ঘটনায় তেতে উঠল ইংল্যান্ডের (Englamd) লেইসেস্টার (Leicester)। শান্তিপ্রিয় শহরটিতে একাধিক হিন্দু মন্দির (Hindu temple) ভাঙচুর (vandalized) করে পতাকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটছে। স্থানীয় পুলিশের দাবি, এই ঘটনায় হাত রয়েছে ইসলামিক জিহাদিদের।
শনিবার রাতে আচমকাই ঝামেলা শুরু হয় লেইসেস্টারে। একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুর ও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ছিঁড়ে ফেলা হয় মন্দিরের গেরুয়া পতাকাও। এলাকার লোকজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এমনকি, ওই অঞ্চলের বাসিন্দা হিন্দুদের পরিবারের শিশুদেরও পণবন্দি করে রাখার চেষ্টা করেছিলে দুষ্কৃতীরা, এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সূত্রপাত গত মাসে ভারত পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের পর। তখন ওই এলাকার হিন্দু পরিবারগুলিকে পণবন্দি করে রাখার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হতেই তারা সরাসরি হামলা চালায় হিন্দু মন্দির এবং পরিবারগুলির উপর। পুরো হামলার ঘটনাটি কে ইসলামিক জিহাদিদের ‘টার্গেট অ্যাটাক’ বলে মনে করেছিল পুলিশ। শনিবার একই ধাঁচে হিন্দু মন্দির ও পরিবারগুলির উপর ফের হামলা সেই ঘটনারই পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে।

রবিবার ভোর পর্যন্ত অশান্তির রেশ ছিল। পুলিশ জানিয়েছে, হিন্দুদের উপর হিংসাত্মক হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারির দাবি তুলে এলাকার বাসিন্দারা শনিবার অপরিকল্পিতভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। স্বতঃস্ফূর্ত সেই বিক্ষোভ দেখে আরও অনেকেই রাস্তায় নেমে আসেন। তারপরেই ক্রমশ বাড়তে থাকে অশান্তি। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। আইন মেনে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন তাঁরা।
এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে