ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

'মার্কিন একতরফা নীতির ফলে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান ভেঙে পড়ছে'


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম

'মার্কিন একতরফা নীতির ফলে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান ভেঙে পড়ছে'

'মার্কিন একতরফা নীতির ফলে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান ভেঙে পড়ছে'

বহুপাক্ষিকতার নীতি এবং আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানের আশা-আকাঙ্খা এবং ইচ্ছার প্রতি কিছু দেশ তোয়াক্কা না করায় এসব সংস্থার কার্যকারিতা এবং তাদের প্রতি আস্থা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভায় দেয়া বক্তৃতায় বলেন, ন্যায় বিচারের গ্যারান্টার হিসেবে জাহির করা পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক সংস্থা এবং নীতির প্রতি আস্থা হারিয়েছে।

বহুমেরুকেন্দ্রীক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি বিভিন্ন দেশের প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমেরিকা গোটা বিশ্বকে নিজের কব্জায় নিয়ে আসতে চায়।" প্রকৃতপক্ষে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বহুপাক্ষিকতার ওপর বিভিন্ন দেশ জোর দিয়ে আসছে এবং একে সাদরে অনুমোদন করেছে। বিশ্ব শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান গঠিত হয়েছে এবং এ লক্ষ্যে কাজ করছে। গত দশক পর্যন্ত  মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বহুপাক্ষিকতার নীতি লঙ্ঘন করে নি।  

কিন্তু "ডোনাল্ড ট্রাম্প" প্রেসিডেন্ট থাকার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের সদস্যপদ থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেয় এবং সেইসাথে আন্তর্জাতিক আইনের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করে বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেকে প্রত্যাহার করে নেয়। 

এই প্রসঙ্গে আমরা কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ইরানের সঙ্গে ছয়জাতি গোষ্ঠীর স্বাক্ষরিত পরমমাণু চুক্তি বা জেসিপিওএ নামে পরিচিত পারমাণবিক চুক্তি  এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে আসার  কথা উল্লেখ করতে পারি। কিছু দেশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা, বাণিজ্য শুল্ক বৃদ্ধি করে বাণিজ্য যুদ্ধ শুরু করা, দেশগুলোকে হুমকি ও ভয় দেখানো ওয়াশিংটনের একতরফা নীতির মতো আরো অনেক উদাহরণ আছে।

প্রকৃতপক্ষে, আমেরিকান কর্মকর্তাদের কাছে তাদের দেশের স্বার্থের সাথে যা জড়িত তা বৈশ্বিক হয়ে ওঠে এবং বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের লক্ষ্য, স্বার্থ এবং ইচ্ছা তাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়।

প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাবাদী নীতি এবং এই নীতি  বাস্তবায়নের লক্ষ্যে ওয়াশিংটন সামরিক শক্তি ব্যবহার করার পাশাপাশি তার অবৈধ এবং অন্যায় দাবির প্রতি নতিস্বীকার করার জন্য বিভিন্ন দেশের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে করে আসছে। অন্যদিকে যুদ্ধরত  দেশগুলোকে বিশেষ করে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনকে আর্থিক এবং অস্ত্র সহায়তা দেয়ার ফলে আন্তর্জাতিক নিরাপত্তা দুর্বল হচ্ছে এবং বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েই চলছে।মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বিবেচনা করে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার সতর্কতা ও দাবিগুলো আমলে নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে না। 

রাশিয়ান বিশ্লেষক এবং এই ক্ষেত্রে পুতিনের অন্যতম উপদেষ্টা ফিওদর লুকিয়ানভ বলেছেন: এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হ্রাস পেতে থাকবে এবং এমনকি এসবের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যেতে পারে ।
খবর পার্সটুডে/২০২২/এনবিএস/একে