এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম
আমিরাতের কাছ থেকে মাত্র এক ট্যাংকার এলএনজি পেয়েছে জার্মানি: গণমাধ্যম
অনেক দেন দরবারের পর সংযুক্ত আরব আমিরাতের র কাছ থেকে মাত্র এক ট্যাংকার এলএনজি কিনতে সক্ষম হয়েছে জার্মানি। এ বিষয়ে বার্লিনের সঙ্গে আবুধাবির একটি চুক্তি হয়েছে তাবে তা বাধ্যতামূলক নয় বলে জানা গেছে।
অর্থাৎ এই চুক্তি অনুসারে যদি সংযুক্ত আরব আমিরাত জার্মানিকে এলএনজি সরবরাহ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিতে পারবে না জার্মানি।
চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৩ সালের প্রথম দিকে সংযুক্ত আরব এই এলএনজি সরবরাহ করবে বার্লিনকে। এছাড়া আরব আমিরতারাত ভিত্তিক কোম্পানি মাস্টার অক্ষর উইন্ড এনার্জি প্রজেক্ট চালু করবে যাতে অংশীদার হবে জার্মানির আর ডাবলু ই কোম্পানি।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং জার্মানির মধ্যে একটি সমঝোতা স্মারক বা এমও ইউ সই হয়েছে তবে তা বাধ্যতামূলক নয়।
খবর পার্সটুডে/২০২২/এনবিএস/একে