ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৯ পিএম

আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন

আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসএ’র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে। গতকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নাগরিকত্ব অনুমোদন করেছেন।

গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

সোমবার ৭২ জন বিদেশিকে রুশ নাগরিকত্ব দেওয়ার একটি আদেশে স্বাক্ষর করেন পুতিন। এ তালিকায় ৩৯ বছর বয়সী স্নোডেনও আছেন। তবে এ ব্যাপারে স্নোডেন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

এনএসএ’র কম্পিউটার গোয়েন্দাবৃত্তিসংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন। এনএসএ’র নজরদারিসংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি।

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি।

এর আগে ২০২০ সালে স্নোডেনকে রাশিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্য দিয়ে তার জন্য রুশ নাগরিকত্ব অর্জনের দুয়ার খুলে যায়।

ওই বছরই যুক্তরাষ্ট্রের আপিল আদালতের এক পর্যবেক্ষণে বলা হয়, স্নোডেন এনএসএ’র যে নজরদারিমূলক কর্মকাণ্ডের তথ্য ফাঁস করেছিলেন সে কর্মকাণ্ডগুলো অবৈধ ছিল। একই সঙ্গে যে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রকাশ্যে এ ধরনের নজরদারিমূলক কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দেখাচ্ছিলেন, তারা সত্য বলেননি বলেও ওই পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে