এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম
ইরানে সহিংসতা সৃষ্টিকারীদের শাস্তি দাবিতে ৬ হাজার অধ্যাপকের বিবৃতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বত্র বিশৃঙ্খলা ও গোলযোগ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর ছয় হাজারের বেশি শিক্ষক।
তারা আজ (বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে বলেছেন, নারী অধিকার রক্ষার অজুহাতে শত্রুরা দেশের ভেতরে যেসব অপকর্ম ও শয়তানি করেছে তা গোটা দেশকে বিভক্ত ও বিভাজনের অপচেষ্টার শামিল। একইসঙ্গে তারা এই অজুহাতে নারীদের অপমানিত করেছে, ইসলামের পবিত্র বিষয়গুলোর অবমাননা করেছে।
শত্রুরা জ্ঞান-বিজ্ঞান, অর্থনীতি, কূটনীতি, সংস্কৃতি ও নিরাপত্তা ক্ষেত্রে ইরানের অগ্রযাত্রাকে সহ্য করতে না পেরে বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীল করার এই অপচেষ্টায় নেমেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এসব শিক্ষক নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দেশের বিচার ও নিরাপত্তা বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।
শত্রুদের এ ধরণের তৎপরতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছেও বলেও যৌথ বিবৃতিতে দাবি করা হয়।
সম্প্রতি ইরানে নারী পুলিশদের হেফাজতে মাহসা আমিনি নামের একজন কুর্দি তরুণী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের নামে সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় একদল মানুষ। এতে উসকানি দিতে থাকে পশ্চিমা গণমাধ্যমসহ ইসলামবিদ্বেষী বিভিন্ন গোষ্ঠী। এর ফলে নানা নাশকতার ঘটনাও ঘটে। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতায় এ পর্যন্ত অনেকেই হতাহত হয়েছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে