ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

শত্রুরা ইরানের অগ্রগতি থামিয়ে দিতে চায় কিন্তু ব্যর্থ হবে: রায়িসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২২, ০১:১০ পিএম

শত্রুরা ইরানের অগ্রগতি থামিয়ে দিতে চায় কিন্তু ব্যর্থ হবে: রায়িসি

শত্রুরা ইরানের অগ্রগতি থামিয়ে দিতে চায় কিন্তু ব্যর্থ হবে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের অগ্রগতি থামিয়ে দেয়ার লক্ষ্যে শত্রুদের সর্বশেষ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে ইরানের বিরুদ্ধে পশ্চিমা গণমাধ্যমগুলোর অপপ্রচারের প্রতি ইঙ্গিত করে বলেন, [নিরাপত্তা হেফাজতে নিহত] মাহসা আমিনির মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। প্রেসিডেন্ট রায়িসি দৃশ্যত এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে ওই বক্তব্য দিয়েছেন।

তিনি আরো বলেন, “শত্রুরা জনমতকে প্রভাবিত করতে গণমাধ্যমগুলোকে লেলিয়ে দিয়েছে। আমরা আফগানিস্তানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু মেয়েকে মার্কিন সমর্থিত সন্ত্রাসীদের হামলায় নিহত হতে দেখলাম। কিন্তু ওই বিষয়টি নিয়ে কথিত মানবাধিকারের প্রবক্তাদের কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না।”

তিনি প্রশ্ন করেন, এমন একটি অবস্থায় ইরানের মানবাধিকার ও নারী অধিকারের ব্যাপারে পশ্চিমা দেশগুলো যে উদ্বেগ প্রকাশ করছে তা কি গ্রহণযোগ্য হতে পারে?


আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কোচিং সেন্টারের মহিলা সেকশনে গত শুক্রবার এক শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৮২ জন আহত হয়।হতাহতদের বেশিরভাগই ওই কোচিং সেন্টারের ছাত্রী।

প্রেসিডেন্ট রায়িসি তার বক্তব্যের অন্য অংশে আরো বলেন, ইরান যখন চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলীতে শক্তিশালী ভূমিকা রেখে যাচ্ছে তখন এদেশকে একঘরে করে ফেলার জন্য শত্রুরা একযোগে মাঠে নেমেছে। কিন্তু অতীতের মতো তাদের এ ষড়যন্ত্রও ব্যর্থ হবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে