ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

প্রতারণার শিকার তরুণরা ফিরে আসবে, দাঁড়াবে সম্মুখ সারিতে: জেনারেল সালামি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২২, ০১:১০ পিএম

প্রতারণার শিকার তরুণরা ফিরে আসবে, দাঁড়াবে সম্মুখ সারিতে: জেনারেল সালামি

প্রতারণার শিকার তরুণরা ফিরে আসবে, দাঁড়াবে সম্মুখ সারিতে: জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল  হোসেইন সালামি বলেছেন, দেশের তরুণদের একটা ক্ষুদ্র অংশ শত্রুদের প্রতারণার শিকার হয়েছে। তবে এসব তরুণও এক পর্যায়ে ঐ পথ পরিত্যাগ করবে এবং তারাই শত্রুদের মোকাবেলায় সম্মুখ সারিতে দাঁড়াবে।

তিনি আজ (রোববার) পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতি ও ইতিহাস বর্ণনাকারীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

ইরানের প্রভাবশালী এই সামরিক কর্মকর্তা বলেন, 'শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধের কারণে কিছু তরুণ প্রভাবিত হয়েছে। তাদেরকে উদ্দেশ্য করে বলছি- তোমরা এ দেশের প্রিয় সন্তান। আমরা বলি যারা আমাদেরকে ভালোবাসে না আমরা তাদেরকেও ভালোবাসি।'

জেনারেল সালামি প্রতারণার শিকার তরুণদের উদ্দেশ্য করে আরও বলেন, 'তোমরা এই মাটির সন্তান। আমরা যখন দেশের জন্য লড়াই করি তখন সবার জন্য লড়াই করি।'

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সৌদি আরব গণমাধ্যমকে কাজে লাগিয়ে ইসলামি বিপ্লবের হৃদপিণ্ডে আঘাতের চেষ্টা করছে। কিন্তু তারা আবারও ব্যর্থ হবে।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে