এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২২, ০১:১০ পিএম
ইরানি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাচ্ছে আমেরিকা: সাইয়্যেদ নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আমেরিকা দেশটিতে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যেকোনো ঘটনাকে দেশটির ইসলামি শাসব্যবস্থা উৎখাতের কাজে ব্যবহারের চেষ্টা করে। আমেরিকা বর্তমানে ইরানে হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে নিরাপত্তা হেফাজতে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে ব্যবহার করছে।
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগ করও ইরানের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে না পেরে এখন ওই তরুণীর মৃত্যুর কারণকে ঘিরে যে অস্পষ্টতা তৈরি হয়েছে তার অপব্যবহার করে ইরানে গোলযোগ ও নৈরাজ্য তৈরির চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন। লেবাননের হিজবুল্লাহ নেতা বলেন, আমেরিকা জানে যে, ইরান একটি শক্তিশালী দেশ কাজেই যুদ্ধ করে সেদেশের সরকারের পতন ঘটানো যাবে না। তাই তারা জনরোষকে উস্কে দিয়ে তাদর অশুভ লক্ষ্য চরিতার্থ করতে চায়।
ইরানে হিজাব আইন অমান্য করার কারণে আটক তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় যখন দেশবাসী শোকাহত এবং তারা ফরেনসিক তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তখন রাজধানী তেহরানসহ কিছু শহরে বেআইনি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদকারীরা সরকারি ও বেসরকারি সম্পদ ভাঙচুরসহ নানারকম নাশকতামূলক তৎপরতা চালিয়েছে। অন্যদিকে দাঙ্গাকারীদের বিরুদ্ধে রাজধানী তেহরানসহ সারাদেশে শান্তিপূর্ণ মিছিল করেছেন লাখ লাখ মানুষ। মিছিলকারীরা বিদেশিদের মদদে দাঙ্গা সৃষ্টিকারীদের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন।
তবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের চলমান ঘটনাপ্রবাহে দাঙ্গাবাজদের পক্ষ নিয়েছে। এসব দেশের সরকারগুলো প্রকাশ্যে ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো ভুল তথ্য-উপাত্ত দিয়ে সংবাদ পরিবেশন করে ইরানের চলমান পরিস্থিতিকে সম্পূর্ণ উল্টো করে তুলে ধরার চেষ্টা করছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে