এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২২, ০৪:১০ পিএম
আবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করলো ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে তলব করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে লন্ডন হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার কারণে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক আজ (বুধবার) ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে লন্ডনের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেন এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বিবৃতি দেয়ার জন্য ব্রিটেনের কঠোর নিন্দা জানান।
ইরানের মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, "ব্রিটিশ সরকার দুঃখজনকভাবে একতরফা বিবৃতি দিয়ে প্রকৃতপক্ষে ইরানবিরোধী শক্তির ষড়যন্ত্রের সঙ্গে নিজের যোগ সাজশ রয়েছে বলে প্রমাণ করেছে।"
ইরানের কর্মকর্তা বলেন, ব্রিটিশ সরকারের যেকোনো অস্বাভাবিক পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য জবাব দেয়ার বিষয়টি বিবেচনা করবে ইরান সরকার।
এর আগে, সোমবার ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের চলমান বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে তেহরানের নেয়া পদক্ষেপকে ‘বেদনাদায়ক’ দমনপীড়ন বলে মন্তব্য করে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, "ইরান সরকারের কাছে আজ আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিচ্ছি। চলমান অস্থিরতার জন্য বাইরের শক্তিগুলোকে দোষারোপ না করে বরং এর দায় দায়িত্ব তাদেরকে কাঁধে নিতে হবে এবং নিজের জনগণের কথা শুনতে হবে।"
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লন্ডনের এই বক্তব্যকে ভুয়া এবং উসকানিমূলক ব্যাখ্যা বলে মন্তব্য করেছেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে